বার্তা ডেস্ক: কয়েকশ বিলিয়ন ডলারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ে দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে গ্রেফতার করা হয়েছে। খবর:ডন। বৃহস্পতিবার (১৮ জুলাই) লাহোরে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের সভাপতি শাহবাজ শরীফের সঙ্গে সংবাদ সম্মেলনে যাওয়ার পথে তাকে গ্রেফতার করে দেশটির জাতীয় তদন্ত ব্যুরো ন্যাব। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে গ্রেফতার হলে আব্বাসি। এর আগে দলটির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকেও দুর্নীতির একটি মামলায় গ্রেফতার করা হয়। বর্তমানে কারাবন্দি রয়েছেন নওয়াজ। ২০১৮ সালে দেশটির দুর্নীতিবিরোধী এই সংস্থা সাবেক দুই প্রধানমন্ত্রী নওয়াজ এবং আব্বাসির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ক্ষমতার অপব্যবহার করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ে একটি কোম্পানিকে চুক্তি পাইয়ে দিতে সহায়তার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আইন লঙ্ঘন করে একটি কোম্পানিকে ১৫ বছরের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির অনুমতি দেয়া হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn