শিক্ষাকে আনন্দময় করে গড়ে তোলা হবে। এ জন্য পাঠ্যপুস্তকে বড় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার (৮ মে) বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালেদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, বিশেষ বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক সনজীদা খাতুন।  শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মানসিক বিকাশে যথার্থ ভূমিকা যেন রাখে সেরকম পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। যান্ত্রিক ও প্রাণহীন শিক্ষার বদলে আনন্দময় শিক্ষা ব্যবস্থা করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষ বক্তা সনজিদা খাতুন বলেন, রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে, প্রেম সবার উপর। এই প্রেম মানবিকতার প্রেম, প্রাণের প্রেম। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, রবীন্দ্রনাথ একই সঙ্গে বাঙালি, ভারতীয় ও বিশ্ব নাগরিক। তিনি প্রথম দিকে জাতীয়তাবাদের সমর্থক হলে ও পরে তিনি বিশ্ববাদের সমর্থক হয়ে যান। তার মানবিক বিশ্বে সকলের অধিকার রয়েছে

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn