উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) সারাদেশের মধ্যে এবার পাসের হারে শীর্ষস্থানে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে প্রায় সাড়ে ৩ শতাংশ। তবে ৭২ শতাংশ পাসের হার নিয়ে এবার শীর্ষে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে পিছিয়ে রয়েছে এ শিক্ষা বোর্ড। এমনকি গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ এর সংখ্যা প্রায় অর্ধেক কমে গেছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা রয়েছে। সিলেট শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৭২ শতাংশ। যা গত বছর ছিল ৬৮.৫৯ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। গত বছর যেখানে এক হাজার ৩৩০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, এ বছর সেখানে ৭শ’ শিক্ষার্থী জিপিএ-৫ অধিকার করেছে। এ বছর বোর্ডে ৬৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪৬ হাজার ৭৯৭ জন।

সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষা চলাকালে বন্যার প্রভাব এবং ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের খারাপ ফলাফলের কারণে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামছুল ইসলাম বলেন, ‘সিলেট শিক্ষা বোর্ডের অন্তর্ভূক্ত চারটি জেলাই হাওরবেষ্টিত। এবার এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বন্যার প্রভাব পড়েছে শিক্ষার্থীদের ওপর। এছাড়া শিক্ষার্থীরা ইংরেজিতে কিছুটা খারাপ করেছে। এবার ইংরেজিতে মোট পরীক্ষার্থীর প্রায় ২০ ভাগই অকৃতকার্য হয়েছে। এসবের কারণে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা কমেছে।’ সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ বলেন, ‘কলেজগুলোতে প্রশিক্ষিত শিক্ষকের অভাব রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ইংরেজিভীতিও কাজ করেছে। যে কারণে জিপিএ-৫ এর সংখ্যা এবার কমেছে। কলেজে প্রশিক্ষিত শিক্ষক এবং ইংরেজি বিষয়ে ক্লাসের সংখ্যা বাড়ানো প্রয়োজন।’

এদিকে, সিলেট বোর্ডে এবার ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার বেশি। ২৯ হাজার ৮৭৮ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ৩০ জন। ছেলেদের পাসের হার ৭০ দশমিক ৩৯ শতাংশ। আর ৩৫ হাজার ১২২ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৫ হাজার ৭৬৭ জন। মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৩৬ শতাংশ। কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছরও বিজ্ঞানের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছেন। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার ৮৩ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া মানবিক বিভাগে পাসের হার ৬৭ দশমিক ৮২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৭ দশমিক ৩৭ শতাংশ।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস এরকম প্রতিষ্ঠানের সংখ্যা এবার ৮টি। তবে শতভাগ ব্যর্থ এরকম কোন প্রতিষ্ঠান নেই। এ বোর্ডেও অধীনস্থ চার জেলার মধ্যেও পাসের হারের দিক থেকে শীর্ষে রয়েছে সিলেট জেলা। এ জেলায় পাসের হার ৭৬ দশমিক ১৩ শতাংশ। এছাড়া সুনামগঞ্জ জেলায় পাসের হার ৭৩ দশমিক ৩০, হবিগঞ্জে ৬৯ দশমিক ১৩ এবং মৌলভীবাজারে পাসের হার ৬৫ দশমিক ৮৩ শতাংশ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn