হুমায়ূন রশিদ চৌধূরী:: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো: মাহবুব আলী বলেছেন, আগামী এপ্রিলে সিলেট-লন্ডন রুটের ফ্লাইট পুনরায় চালু হতে পারে। লন্ডনের পথে ৮০-৯০ ভাগ যাত্রী সিলেট অঞ্চলের। সিলেট বিমানবন্দরের রানওয়ের সংস্কার কাজ শুরু হয়েছে। শেষ হলে আগামী এপ্রিলে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চলবে। তিনি গত শনিবার হবিগঞ্জে একথা বলেন। বিমান সংশ্লিষ্ট সূত্র জানায়, মাহবুব আলী বিমান প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবার পর এ ফ্লাইটটি আবারো চালুর উদ্যোগ নেন। কয়েকদিন আগে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে পৃথক বৈঠকে প্রতিমন্ত্রী এ রুটে ফ্লাইট চালুর বিষয়টি আলোচনা করেন। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সিলেট অঞ্চলের প্রেসিডেন্ট আব্দুল জব্বার জলিল বলেন, কেবল লন্ডন নয়, আমরা সিলেট থেকে বিশ্বের সব জায়গায় ফ্লাইট চাই। এ ব্যাপারে বিমান মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতা চাই।গোয়াইনঘাট ডেভেলপম্যান্ট কাউন্সিল ইন ইউকের সেক্রেটারি, যুক্তরাজ্য প্রবাসী সুফি সোহেল আহমদ  জানান, সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু হলে যুক্তরাজ্য প্রবাসীরা পরিবার পারিজন নিয়ে ভ্রমণ করতে উপকৃত হবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn