মো. এনামুল কবীর :: দেশের প্রতিটি প্রতিবন্ধি যাতে নিজের সীমাবদ্ধতা নিয়েও স্বনির্ভর হয়ে বাঁচতে পারে, বর্তমান সরকার সেই লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহন করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  বুধবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অসচ্ছল প্রতিবন্ধিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি একথা বলেন। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবন্ধিদের জন্য সরকারের নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন।  তিনি বলেন, সরকার প্রতিবন্ধিদের কল্যানে কাজ করে যাচ্ছে। আমরা তাদের সীমাবদ্ধতা নিয়েও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি বলেন, সরকার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শারীরিক প্রতিবন্ধিদের জন্য অতিরিক্ত ২০ মিনিট ও বুদ্ধি প্রতিবন্ধিদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্ধ করেছে। এছাড়াও বুদ্ধি প্রতিবন্ধিদের জন্য আলাদা একটি একাডেমি করার কাজও শুরু হয়েছে। প্রতিবন্ধিরা যাতে সমাজ এবং পরিবারের বোঝা না হয়ে দেশের সম্পদ হয়ে নিজ পায়ে দাঁড়াতে পারে, তারা যাতে মা-বাবা বা অভিভাবকদের দুশ্চিন্তার কারণ হয়ে না দাঁড়ায় সরকার তার বাস্তব সম্মত উদ্যোগ নিয়েছে।  এ বছর ১ম থেকে নবম শ্রেণির দৃষ্টি প্রতিবন্ধিদের জন্য ব্রেইল পদ্ধতির বই সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়ানো হবে। মন্ত্রী, প্রতিবন্ধিদের প্রতি সমাজের আরও সচেতনতা কামনা করে বলেন, রাস্তা বা সর্বক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া তাদের প্রতি করুণা নয়,  এটা তাদের অধিকার।

গোলাপগঞ্জ লেল্পিং হ্যান্ডস ইউএসএ’র কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তারা প্রাবাসে থেকেও দেশের গরিব দুঃখী ও অসহায় মানুষের কথা মনে রেখে তাদের জন্য কাজ করে যাচ্ছেন।  তিনি ভবিষ্যতে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস জন্যকল্যাণে আরও বড় ধরনের উদ্যোগ নিয়ে আসবেন বলেও আশাবাদ ব্যাক্ত করেন। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএর সাধারণ সম্পাদক শাহিদুর রহমান জাবেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারি প্রক্টর এডভোকেট আব্বাস উদ্দিন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএর উপদেষ্ঠা ওয়ালি খান, সমাজসেবক এমদাদুর রহমান স্বপন, ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন যুবলীগ সভাপতি আলিম উদ্দিন বাবলু, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলার মোট ৪৪ জন প্রতিবন্ধির মধ্যে ৪৪টি হুইলচেয়ার ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এমদাদ রহমান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn