নতুন শিক্ষানীতির আলোকে বর্তমান সরকার সরকারি স্কুল ও কলেজ বিহীন প্রতি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণের লক্ষে সারা দেশে ২৮৫টি কলেজ সরকারিকরণের ঐতিহাসিক উদ্যোগ গ্রহন করায় ‘জাতীয়করণ (বিসিএস শিক্ষা ক্যাডারে আত্মীকরণ) প্রক্রিয়াধীন কলেজ শিক্ষক পরিষদ’ (জাকশিপ) সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ ও বিশেষ ভাবে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি এমপিও, ননএমপিও সকল শিক্ষককে শিক্ষা ক্যাডারে অর্ন্তভুক্তি, শিক্ষাজীবনে একটি তৃতীয় শ্রেণি এবং পাস কোর্সধারী সকল শিক্ষককে শিক্ষা ক্যাডারে অর্ন্তভুক্তি, প্রজ্ঞাপনের দিন থেকে চাকুরী স্থায়ীকরণকৃত শিক্ষকদেরকে নিয়মিতকরণ, তরুণ ও মেধাবী শিক্ষকদের মূল্যায়ন পূর্বক নীতিমালা প্রনয়ণের দাবিতে থেকে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনেনেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন জাকশিপ’র জেলা কমিটির আহবায়ক প্রভাষক মো.মশিউর রহমান, সদস্য সচিব প্রভাষক লিটন চন্দ্র সরকার, সদস্য সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম, প্রভাষক শেখ এটিএম আজরফ, প্রভাষক নিখিল চন্দ্র, প্রভাষক সবিতা বীর, প্রভাষক আবু সুফিয়ান টিপু, প্রভাষক সৃজন পুরকায়স্থ প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn