দক্ষিণ ফিলিপিন্সের একটি গ্রামে ঢুকে আইএস জঙ্গিরা একটি প্রাইমারি স্কুল ঘিরে রেখেছে। এতে করে প্রতি মুহূর্তে বাড়ছে উত্তেজনা। এ ব্যাপারে ফিলিপিন্স সরকার জানাচ্ছে, বুধবার সকালে হঠাৎ শতাধিক জঙ্গি হামলা চালায় এই স্কুলে। প্রথমে তারা একটি মিলিটারি আউটপোস্টে হামলা চালায়। এরপর তারা ঢুকে পড়ে স্কুলে। খবর রয়টার্স। জানা যায়, জঙ্গিরা স্কুলের চারপাশে বোমা পুঁতে রেখেছে। আইএসের মদতপুষ্ট বিআইএফএফ(Bangsamoro Islamic Freedom Fighters ) এই হামলার সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn