রেজাউল সরকার আঁধার-
জেলার কালীগঞ্জে পরকীয়া প্রেমের টানে স্বামীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ইতালি প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত ফেরদৌসি বেগম উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের ইতালি প্রবাসীর ফাইজুর রহমান স্ত্রী । এ ব্যাপারে ওই প্রবাসীর ছোট ভাই আনিসুর রহমান বাদী হয়ে চারজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। এরই প্রেক্ষিতে ওই মামলার দুই আসামিকে গ্রেফতার করে সোমবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ইতালি প্রবাসী ফাইজুরের সঙ্গে জেলার শ্রীপুর উপজেলার চিনাসুখানীয়া গ্রামের তাইজুদ্দিনের মেয়ে ফেরদৌসীর বিয়ে হয়।
বিয়ের পর ফাইজুর স্ত্রীকে নিয়ে ইতালি চলে যায়। সংসার জীবনে তাদের ঘরে ফাতিনুর (৬) ও হামিম (৪) নামের দুই ছেলে সন্তান রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, দেড় বছর আগে স্ত্রী ফেরদৌসীকে নিয়ে দেশে আসেন ফাইজুর। ওই সময় দেশে স্ত্রীকে নিয়ে কয়েকদিন অবস্থানের পর তারা আবার ইতালি চলে যান। এর মধ্যে স্ত্রী প্রতিবেশী ছামির উদ্দিনের ছেলে শওকত হোসেন রাজুর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে যায়। ফাইজুর গত মাসের ১৮ তারিখে স্ত্রীকে নিয়ে পুনরায় দেশে আসেন। দেশে আসার এক সপ্তাহ পর স্ত্রী ফেরদৌসী নগদ ১০ লাখ টাকা ও ১০-১২ ভরি স্বর্ণালংকার নিয়ে প্রেমিক রাজুর হাত ধরে পালিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, ওই ঘটনার প্রেক্ষিতে প্রবাসী ফাইজুরের ছোট ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। রোববার দিবাগত রাতে ছামির উদ্দিন ও সুজিবা বেগম নামের দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের সোমবার দুপুরে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn