প্রথম দফা পার্লামেন্ট নির্বাচনে সাইকেল চালিয়ে লা তোকুয়েতে বাড়ি ফিরছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন মাত্র এক মাসের মধ্যে ফ্রান্সে আবার নির্বাচন হচ্ছে। আজ সেখানে হচ্ছে পার্লামেন্ট নির্বাচন। এর আগে হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে বাজিমাত করেছেন এমানুয়েল ম্যাক্রন। এর মধ্য দিয়ে তিনি ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজকের পার্লামেন্ট নির্বাচনেও তিনি জয়ের ধারা অব্যাহত রাখবেন বলে আভাস মিলছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও অনলাইন বিবিসি। এতে বলা হয়, ফ্রান্সের ৫৭৭ আসনের পার্লামেন্ট নির্বাচন দু’দফায় হবে। আজ হচ্ছে প্রথম দফা ভোট গ্রহণ। এরপর ১৮ই জুন হবে দ্বিতীয় দফা ভোট গ্রহণ। বড় প্রতিদ্বন্দ্বিতায় আছে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের লা এনমার্চে! দল ও ম্যারিন লা পেনের ফ্রন্ট ন্যাশনাল দল। এ নির্বাচনে যদি ম্যাক্রনের দল বিজয়ী হয় তাহলে তাতে প্রতিষ্ঠিত দুটি দলকে তিনি সাইডলাইনে ঠেলে দিতে পারবেন। মূলধারার মধ্য ডানপন্থি রিপাবলিকান ও সোশালিস্টরা প্রেসিডেন্ট নির্বাচনে ফ্যান্সে যুদ্ধ পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো ভয়াবহভাবে হেরে যায়। এমন অবস্থায় আজ স্থানীয় সময় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্যারিস ও বড় বড় শহরে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে ভোটকেন্দ্র। কিন্তু এই নির্বাচনে খুব কম সংখ্যক এমপিই নির্বাচিত হতে পারবেন বলে বলা হচ্ছে। যদি কোনো প্রার্থী শতকরা ৫০ ভাগের বেশি ভোট পান তাহলে তিনি নির্বাচিত হবেন। অন্যথায় যেসব প্রার্থী শতকরা কমপক্ষে ১২.৫ ভাগ ভোট পাবেন তাদের মধ্যে ১৮ই জুন হবে দ্বিতীয় দফা নির্বাচন। সেই নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তিনিই হবেন এমপি। প্রথম দফায় ও দ্বিতীয় দফায় যারা নির্বাচিত হবেন তাদের নিয়ে গঠিত হবে নতুন পার্লামেন্ট। উল্লেখ্য, এবারে ৫৭৭ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ হাজার ৮৮২ জন প্রার্থী। বিভিন্ন জরিপ বলছে, নির্বাচনে বেশির ভাগ প্রার্থী নির্বাচিত হবেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের দল থেকে। প্যারিসের উত্তরাংশে নিজের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সময় ম্যাক্রনের জুনিয়র মন্ত্রী মুনির মাহজাবি বলেন, পরবর্তী পাঁচ বছর কাজ করতে এবং ফ্রান্সজুড়ে সংস্কার করতে আমাদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা দরকার। নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রতিশ্রুত সংস্কার করতে পারবে বলে দাবি করেছে তার দল।  ৩৯ বছর বয়সী সাবেক ব্যাংকার ম্যাক্রন গত মাসে ইউরোজোনের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট হন। সর্বশেষ জরিপে দেখা গেছে, তার মধ্যপন্থি এলআরইএম পার্টি এবং তাদের মধ্য-ডানপন্থি শরিক দল মডেম আজকের ভোটে ৩০ শতাংশের কাছাকাছি ভোট পাবে। তাদের প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থি রিপাবলিকান পার্টি ও তাদের শরিকরা ২০ শতাংশের মতো ভোট পেতে পারে এবং কট্টর ডানপন্থি ন্যাশনাল ফ্রন্ট ১৭ শতাংশের মতো ভোট পেতে পারে। তবে দ্বিতীয় দফার ভোটে এলআরইএম ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে আভাস পাওয়া গেছে

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn