অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, বঙ্গবন্ধুর জন্যই আমরা স্বাধীন দেশ পেয়েছি। ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু হয়নি। কিছু বিপথগামী সেনা সদস্য রাতের আঁধারে নিরপরাধ মানুষকে সপরিবারে হত্যা করেছে। কিছু সেনা সদস্য কাদের হুকুমে এ কাজ করেছে। ধীরে ধীরে বেরিয়ে আসছে। তিনি আরো বলেন, কিছু লোক শহরে বন্দরে বসবাস করে। মাঝে মধ্যে গ্রামে আসে মোরগ খাওয়ার জন্য। এরা গ্রামের সাধারণ মানুষের উন্নয়নের পক্ষের লোক নয়। আমি গ্রামের ছেলে, গ্রামেই থাকতে ভালবাসি। তাই তাদের হিংসা হয়। দিন রাত আমার বিরুদ্ধে কুৎসা রটায়। আমি তাদের কোন ক্ষতি করি নাই। জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান আরো বলেন, আমার উন্নয়নের পথে অনেক বাধা। সুনামগঞ্জ আমার শহর। আমি কখনো সুনামগঞ্জের বিরুদ্ধে যাবো না। কে আপনাদের বন্ধু, কে আপনজন, আপনারা তাদেরকে চিনে রাখুন। দাগী আসামি তাদেরকেও চিনে রাখা দরকার। সাধারণ মানুষকে যারা ঠকায় তাদেরকেও চিনে রাখা দরকার। তারা চায় এমএ মান্নান ক্ষমতায় থাকবে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না। তারা মুখে বলে আমরা খাঁটি আওয়ামী লীগ। শেখ হাসিনা তাদের নেত্রী। কিন্তু শেখ হাসিনা কোন কিছু বললে তারা বলে এটা মানতাম নায়। ওই সমস্ত রঙ্গিন মানুষদের কাছ থেকে সাবধান।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, দপ্তর সম্পাদক দিলীপ তালুকদার, আইন সম্পাদক অ্যাড. বশির উদ্দিন, অ্যাড. গৌরঙ্গপদ দাস, অ্যাড. রাধা কান্ত দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, আসাদুর রহমান আসাদ, তেরাব আলী, জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগ নেতা ফয়জুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর সিতু, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল আমীন, জেলা কৃষক লীগ সদস্য মাসুক মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সহ সভাপতি রিপন তালুকদার, জুবেল আহমদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, অ্যাড. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক শাকির আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল আমীন, উপ-তথ্য বিষয়ক সম্পাদক মতিউর রহমান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম শিপন, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা বদরুল আলম টিপু, ছাত্রলীগ সভাপতি রয়েল আহমদ, ইউপি সদস্য আশরাফ আলী প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn