‘শেখ হাসিনার সরকার বন্যার্তদের পাশে আছে’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি কাজ ফেলে আপনাদের পাশে ছুটে এসেছি।’ ‘বন্যাকবলিত এলাকার একজন মানুষও না খেয়ে থাকবে না’ বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী। আজ সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর, শরিফগঞ্জ ও বাদেপাশা ইউনিয়নের বন্যা্কবলিত এলাকা ঘুরে দেখেন এবং বন্যা কবলিত মানুষের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বন্যা কবলিত মানুষের খোঁজ-খবর নেন। দুর্গত লোকজনের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছাতে প্রশাসনকে জোর তাগিদ দেন। এ সময় শিক্ষামন্ত্রী সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবা্হ, ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছালিক আহমদ, বাদেপাশা্ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা্ অ্যাভোকেট আব্বাস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এমদাদ আহমদ প্রমুখ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn