বরিশালে আব্দুর রহমান বিশ্বাসের জানাজা অনুষ্ঠিত
ঢাকা : সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের প্রথম জানাজা বরিশালে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সোয়া ১১টায় নগরীর জিলা স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে শিবলি বিশ্বাস। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে আব্দুর রহমান বিশ্বাসের মরদেহ বরিশাল বিমানবন্দরে নামে। পরে মরদেহ নেয়া হয় জিলা স্কুল মাঠে। সেখানে জানাজা শেষে জেলা প্রশাসক, পুলিশের ডিআইজি, পুলিশ সুপারের উপস্থিতিতে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর আওয়ামী লীগ, বিএনপি, আইনজীবী সমিতিসহ সামাজিক সংগঠন মরদেহে শ্রদ্ধা জানান।
জানাজায় সব রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় নগরীর গোরাচাঁদ দাস রোডের বাসভবনে। সেখানে কিছুক্ষণ রাখার পর মরদেহ আবারো বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বেলা ১২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে মরদেহ নিয়ে স্বজনরা ঢাকার উদ্দেশে রওনা হন। ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদ বলেন, শায়েস্তাবাদ হাইস্কুলের শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন আব্দুর রহমান বিশ্বাস। আওয়ামী মুসলীম লীগের রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়ে। এছাড়া যুক্তফ্রন্টের রাজনীতি করেছেন। বরিশালের যে কোন সমস্যা সমাধান ও উন্নয়নে তারা অবদান অনস্বীকার্য। জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন জানান, বরিশালে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুর রহমান বিশ্বাস। তার হাত ধরেই আমরা রাজনীতিতে এসেছি। তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হলো। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, নগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ সমাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার রাত নয়টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা যান আব্দুর রহমান। ১৯৯১ সালে আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালে রাষ্ট্রপতি হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়।