সিলেট  :: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, যেসব রোহিংগা  বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে অন্যান্য দেশে অবস্থান করছে তাদের সনাক্ত করার কাজ চলছে। তাদের বিবরুদ্ধে ব্যবস্থাও নেয়া হবে।  শুক্রবার সকালে সিলেটে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, দূতাবাসের কিছু অসাধু ব্যক্তি রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানে সহায়তা করছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে সরকার। দূর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে রয়েছে।তাই অসাধু কোন কর্মকর্তাকে ছাড় দেয়া হবে না। মন্ত্রী সকালে সিলেট সদর উপজেলার ৬০টি পরিবারকে  ১০ হাজার টাকা, ২০টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন এবং ৭১টি পরিবারকে ১ বান্ডিল করে টিন ও ঘর নির্মাণের জন্য ৩ হাজার টাকা করে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক কাজী এম এমদাদুল হক, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবীর, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn