প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দেশ এবং বাংলাদেশে কেউ কোনোদিনই ধর্ম নিয়ে বাড়াবাড়ি সহ্য করে না। বর্তমান সরকার তো কোনোমতেই সহ্য করছে না। শুক্রবার (৭ জুলাই) সকালে কুমিল্লা মহানগরীর কাপড়িয়া পট্টিতে পুনর্নির্মিত শ্রীশ্রী চান্দমণি রক্ষা কালীমন্দির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ‘আশা করি, এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। ধর্মনিরপেক্ষতা, মানুষের শান্তি-শৃঙ্খলা, প্রত্যেকে প্রত্যেকের ধর্ম যাতে পালন করতে পারে সেটা বজায় রাখবে।’ তিনি আরও বলেন, ‘আপনারা জেলা ও দায়রা জজ, পুলিশ সুপার ও জেলা প্রশাসক তিনজন একসঙ্গে মিলে সহযোগিতা করেন। তাহলে আমার দৃঢ় বিশ্বাস, প্রত্যেকটি জেলার আইনশৃঙ্খলার উন্নতি হবে এবং ধর্মীয় শান্তি, অনুভূতি, সহমর্মিতা বেঁচে থাকবে।’ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ও কুমিল্লার সাবেক জেলা দায়রা জজ মো. ছহুল হুসাইন, সদ্য বিদায়ী জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ। এ সময় প্রধান বিচারপতির পত্নী সুষমা সিনহা উপস্থিত ছিলেন। পরে বিকাল ৩টায় কুমিল্লার আদালত ভবনে বিচারক ও আইনজীবীদের সঙ্গে দ্রুত মামলার নিষ্পত্তি ও আইনের প্রয়োগের বিষয়ে মতবিনিময় করেন প্রধান বিচারপতি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn