দক্ষিণ আফ্রিকার মতো বড় দলকে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচ টানা হারে ধাক্কা খেয়েছে টাইগাররা। যদিও এখনই স্বপ্ন শেষ হয়ে যায়নি। তবে সেমিফাইনালে উঠতে কঠিন সমীকরণ দাঁড়িয়ে গেছে মাশরাফি বাহিনীর সামনে। সামনের ৬ ম্যাচের পাঁচটিই জিততে হবে তাদের। যা বড় কঠিন হলেও একেবারে নিরাশ করছেন না সৌরভ গাঙ্গুলি। এ বিষয়ে দেশের জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক সফল এই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের আশা আছে। তবে বোলিংটা ভালো করতে হবে। বিশেষ করে পেস আক্রমণ। এই কন্ডিশনে বোলিং অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শেষ চারে যাওয়ার সম্ভাবনা নিশ্চয়ই দেখি। কিন্তু বড় দলকে তো হারাতে হবে।’ টস জেতার পরও গতকাল কার্ডিফের সোফিয়া গার্ডেনে মাশরাফি ইংলিশদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। পরে টাইগার বোলারদের তাণ্ডব চালিয়ে ৩৮৬ রানের পাহাড় গড়ে মরগান বাহিনী। ফলে অনেকে বলছেন, বাংলাদেশ আগে ব্যাটিং করলে অন্যরকম প্রেক্ষপট তৈরি হতে পারতো।  এ বিষয়ে সৌরভের অভিমত, গত দু’দিন ধরে বৃষ্টি হয়েছে। বাতাস ছিল, উইকেটে ঘাস ছিল। কিন্তু কিছুই কাজে লাগাতে পারেনি বোলাররা। এই উইকেটে সঠিক সিদ্ধান্তই নিয়েছে মাশরাফি। কিন্তু ভালো বোলিং তো করতে হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn