বিয়ানীবাজারের পাতন গ্রামে মসজিদের বাল্ব লাগানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত মুহিদুর রহমান মিন্টু (৫৫) ওই গ্রামের ছওয়াব আলীর পুত্র। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের বাল্ব লাগানোকে কেন্দ্র করে রোববার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার মুল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের রেজা ও নোমানের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা ও পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এদের মধ্যে গুরুতর অবস্থায় মুহিদুর রহমান মিন্টুকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে নয়জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn