যশোরের কেশবপুরে এক তরুণীকে প্রতারণামূলক বিয়ে করে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক অমিত কুমার দে এ সাজা দেন। সাজাপ্রাপ্তের নাম শাহাজালাল। তিনি কেশবপুরের বরনডালি গ্রামের ওজিয়ার রহমান সরদারের ছেলে। মামলার বিশেষ পিপি ইদ্রিস আলী বলেন, এ মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি শাহাজালালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, আসামি শাহাজালালের সঙ্গে বরনডালি গ্রামের এক তরুণীর প্রেম ছিল। ২০১০ সালের ১৯ মার্চ আসমি ওই তরুণীকে তার বোনের বাড়ি যশোর শহরের বেড়ানোর কথা বলে নিয়ে আসে। এরপর তাকে বিয়ে করবে বলে অপরিচিত এক জায়গায় নিয়ে যায়। সেখানে অপরিচিত এক ব্যক্তির মাধ্যমে একটি নীল কাগজে তরুণীর স্বাক্ষর নেয় এবং বলে তাদের বিয়ে হয়ে গেছে। এরপর দুদিন বিভিন্ন আত্মীয় বাড়ি রেখে শাহাজালাল ওই তরুণীকে ধর্ষণ করে। পরে শাহাজালাল তাকে তার নিজ বাড়িতে চলে যেতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাজালাল তাকে খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দিতে চায়। এ সময় ওই তরুণীর চিৎকারে আশেপাশের লোজন এগিয়ে আসলে ঘটনা তাদের জানায়। শাহাজালাল এসময় পালিয়ে যায়। পরে স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শাহাজালালকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা করেন। সাজাপ্রাপ্ত শাহাজালাল বর্তমানে কারাগারে আটক আছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn