প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ :: আগামী ৮জুন অনুষ্ঠিতব্য ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন সিলেটিকন্যা রুশনারা আলী। ব্রিটেনের বাঙালি অধ্যুষিত ‘বেথনালগ্রীন বো’ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার জন্য টানা তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এর আগে টানা দুবার এমপি নির্বাচিত হয়েছেন তিনি। রুশনারা আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকি গ্রামের প্রবাসী আফতাব আলী ও রানু বেগম দম্পত্তির ২য় কন্যা।

লেবার পার্টির মনোনয়ন পেয়ে ২০১০ সালের ৬ মে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ২১ হাজার ৭৮৪ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী লিবারেল ডেমোক্রেট পার্টির আজমল মসরুরকে পরাজিত করেন প্রথম বাঙালি হিসেবে ব্রিটেনে এমপি হন রুশনারা। আজমলকে প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। ২০১৫ সালের ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে ৩২ হাজার ৩৮৭ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী কনজারভেটিভ পার্টির ম্যাথিও স্মিথকে (৮ হাজার ৭০ ভোট) প্রায় ২৪ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা। এমপি নির্বাচিত হওয়ার পর রুশনারা আলী লেবার পার্টির ছায়া মন্ত্রীসভায় ‘শিক্ষা ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক’ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি পরামর্শক সংস্থা ইয়ং ফাউন্ডেশনের সহযোগী পরিচালকের দায়িত্বও পালন করছেন।

আগামী ৮ জুন অনুষ্ঠিতব্য ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে তাই হ্যাটট্রিক করার দ্বারপ্রান্তে রয়েছেন বিশ্বনাথের রুশনারা আলী। এবারের নির্বাচনে নির্বাচিত হলে প্রথম বাঙালী হিসেব বিদেশের মাটিতে টানা তিনবার এমপি নির্বাচিত হওয়ার রেকর্ড গড়বেন বাঙালিকন্যা রুশনারা। নিজের সফলতার জন্য পূর্বের ন্যায় এবারও তিনি দেশের সর্বস্থরের মানুষের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। রুশনারা আলী’র বিজয়ের জন্য বিশ্বনাথের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এবং ব্যক্তিগত ও সংগঠনের উদ্যোগে প্রার্থনা চলছে।
রুশনারা আলীর পরিচিতি : ১৯৭৫ সালের ১৪ মার্চ জন্মগ্রহণ করেন রুশনারা আলী। তাঁর ডাক নাম ছিল স্বপ্না। রুশনারা শব্দের অর্থ আলোকবর্তিকা ও আলী শব্দের অর্থ উচ্চ অর্থাৎ রুশনারা আলী শব্দের অর্থ হচ্ছে উচ্চ আলোকবর্তিকা। বাবার বাড়ি ও মামার বাড়ি পাশাপাশি হওয়ার কারণে রুশনারা আলীর ছেলেবেলা কেটেছে নানী মরহুমা গুলেস্তা বিবির সান্নিধ্যে। মাত্র ৭ বছর বয়সে উপজেলার ভূরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী থাকা অবস্থায় পিতা-মাতার সাথে স্বপ্নের দেশ ব্রিটেনে পাড়ি জমান রুশনারা। সেখানে যাওয়ার পর তিনি যুক্তরাজ্যের লন্ডনের মালবেরি স্কুল ও টাওয়ার হ্যামলেটস কলেজে লেখাপড়া শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হতে রাজনীতি, অর্থনীতি ও দর্শনে ডিগ্রি অর্জন করেন। রুশনারা আলী কাজ করেছেন পার্লামেন্টে, ফরেন অফিসে, হোম অফিস ও আইপিপিআর-এ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn