বার্তা ডেস্ক :: হাফসা লিপির শ্বশুরবাড়ি শরীয়পুরের ভেদরগঞ্জে। স্বামী-সন্তানসহ থাকেন ইতালিতে। এবার দেশে ঈদ করবেন বলে কয়েকদিন আগেই ফেরেন। কিন্তু বিধি বাম। দেশে ফিরেই আক্রান্ত হন ডেঙ্গুতে। চার দিন ভোগার পর গতকাল সোমবার (৫ আগস্ট) রাতে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা গেছেন তিনি। হাফসার স্বজনরা জানান, তিন সপ্তাহ আগে স্বামী-সন্তান নিয়ে দেশে বেড়াতে আসেন হাফসা। গত সপ্তায় ডেঙ্গুতে আক্রান্ত হলে তাঁকে ভর্তি করা হয় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে। সেখানে চার দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। আইসিইউতে থাকা অবস্থায় গতকাল সোমবার রাতে তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক জসিমউদ্দিন খান।  হাফসার স্বামী সর্দার আব্দুল সাত্তার তরুণ (৩৬) নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। দুই সন্তান অলি (১২) ও আয়ানকে (৬) নিয়ে সপ্তাহ তিনেক আগে দেশে এসে কলাবাগানে উঠেছিলেন তাঁরা। সাত্তারের বড় বোন ডা. নুরুন্নাহার বলেন, ‘ঢাকায় আসার পরপরই জ্বরে পড়েন তাঁর ভাই। ওঁর অসুস্থতার মধ্যেই হাফসার জ্বর আসে। গত ২৮ জুলাই এনএস১ পরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে। আমার ভাই বাসায় অসুস্থ বলে হাফসা স্বামীর সঙ্গে বাসায় থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু শুক্রবার সকালে হঠাৎ করে ওঁর অবস্থা খারাপের দিকে যায়। আমরা ওঁকে হাসপাতালে নিয়ে যাই। ওইদিনই ওঁকে আইসিইউতে নেওয়া হয়। গতকাল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে হাফসা।’  আজ মঙ্গলবার সকালে হাফসার মৃতদেহ নিয়ে শরীয়তপুরে তাঁর শ্বশুর বাড়ির উদ্দেশে রওনা হন স্বজনরা। শরীয়পুরের ভেদরগঞ্জ থানার সর্দার বাড়িতে পারিবারিক কবরস্থানে হাফসাকে দাফন করা হবে বলে জানান নুরুন্নাহার। সৌজন্যে : কালের কণ্ঠ

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn