ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। গত মঙ্গলবার অনুষ্ঠিত দলীয় আইনপ্রণেতাদের দ্বিতীয় দফা ভোটে প্রথম দফার চেয়েও ১২ ভোট বেশি পেয়েছেন তিনি। সূত্র : বিবিসি। তবে এবার দলীয় নেতা হওয়ার দৌড় থেকে ছিটকে গেছেন ডমিনিক রাব। নেতা নির্বাচনে কনজারভেটিভ পার্টির ৩১৩ জন আইনপ্রণেতা ভোট দেন। এই ভোটের ফল প্রকাশ হয় বাংলাদেশ সময় গত বুধবার রাত ১১টায়। এই দফায় ৩৩ ভোটের কম ভোট পাওয়া প্রার্থীদের বাদ পড়ার কথা ছিল। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা ছয় প্রার্থীর মধ্যে কেবল ব্রেক্সিট-বিষয়ক সাবেক মন্ত্রী ডোমিনিক রাবই বাদ পড়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩০টি। এখন প্রতিযোগিতায় টিকে রইলেন বরিস জনসন, জেরেমি হান্ট, মাইকেল গোভ, স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী রোরি স্টুয়ার্ট। এদিনের ভোটে যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও লন্ডনের সাবেক মেয়র বরিস পেয়েছেন ১২৬ ভোট।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn