বার্তা ডেস্ক: ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। পানিতে আটকা পড়েছেন রাজধানীর অনেক বাসিন্দা। বন্যার পানি দেখা গেছে হোয়াইট হাউজেও। স্থানীয় সময় সোমবার সকাল ৯–১০টার মধ্যে, মাত্র এক ঘণ্টায় রেকর্ড ৮.‌৪ সেন্টিমিটার বৃষ্টি হয় ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিসের তথ্য মতে, এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগে ১৯৫৮ সালে ৫.‌৬ সেন্টিমিটার বৃষ্টি হয়েছিল ওয়াশিংটনে। হোয়াইট হাউজের মিডিয়া ব্রিফিং রুমে বন্যার পানি রাস্তা পানিতে ডুবে যাওয়ায় গাড়ি নিয়ে আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। ইতোমধ্যে ১৫ জন গাড়িচালকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পানি ঢুকেছে হোয়াইট হাউজেও। মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের পশ্চিম দিকে অবস্থিত ভূগর্ভস্থ ঘরে পানি চুইয়ে পড়েছে। ওই ঘরটি হোয়াইট হাউজের মিডিয়া ব্রিফিং রুম। হোয়াইট হাউসের কর্মীরা তাদের দফতরের পানিতে ভাসা কার্পেটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। হোয়াইট হাউজে ঢুকে পড়া পানির ছবি টুইটারে পোস্ট করে সিএনএনের এক সাংবাদিক লিখেছেন, ‘হোয়াইট হাউজের ফুটো দিয়ে পানি পড়ছে।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn