ভাস্কর্য অপসারণ: ৪ প্রতিবাদকারী কারাগারে
গ্রিকদেবীর ভাস্কর্য অপসারণ করায় সুপ্রিমকোর্টের সামনে বিক্ষোভ ও পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার চার প্রতিবাদকারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকাল সাড়ে ৩টার পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন। একই সঙ্গে তাদের জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। আসামি পক্ষের আইনজীবী একেএম সোহেল আহাম্মেদ যুগান্তর এসব তথ্য জানিয়েছেন। গ্রেফতার চার জন হলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম ও কর্মী জয় এবং উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূর। প্রসঙ্গত, সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিকদেবী থেমিসের ভাস্কর্য অপসারণ করা হয় বৃহস্পতিবার দিনগত রাতে। এর প্রতিবাদে শুক্রবার বাম ছাত্র সংগঠনসহ কয়েকটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্টের সামনে অবস্থান নেয়। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখান থেকে চারজনকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার রাতে শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে এ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।