নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকান সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) সদস্য ও নোঙর টিভির সিইও জাহেদ শরীফের শ্বশুর অপরাজেয় বাংলার ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। শনিবার এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন। নেতৃবন্দ বলেন, অপরাজেয় বাংলার ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ তাঁর সৃষ্টির মাঝে অমর হয়ে থাকবেন। উল্লেখ্য, ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ ২০১৭ সালে একুশে পদক লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যা¤পাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারক অপরাজের বাংলা বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক টেরাকোটা রিলিফ, বাংলাদেশ টেলিভিশনের আবহমান বাংলা ৪৪৭ বর্গফুট ম্যুরালসহ অসাধারণ কাজের জন্য খালিদ খ্যাতি অর্জন করেন। বাংলাদেশ সময় শনিবার রাতে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য জাহেদ শরীফ তার জামাতা। – প্রেস বিজ্ঞপ্তি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn