দিরাই-শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা বলেছেন, ‘ধর্মীয় শিক্ষা মানুষকে মহান করে। তাই সুশিক্ষা অর্জন করে নিজের পরিবারসহ দেশের কল্যাণে নিবেদিত হতে হবে। শনিবার সকাল ১০ টায় শাল্লা উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের দামপুর আটপাড়া দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন।  মাদ্রাসার সুপার মাও. মতিউর রহমানের সভাপতিত্বে ও মাও. কামরুল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন  ড. জয়া সেনগুপ্তা। প্রধান অতিথির বক্তব্যে জয়া সেন বলেন, হাওর বুকে এই অজপাড়া গ্রামে এত সুন্দর একটি মাদ্রাসা নির্মিত হওয়ায় আমি সত্যি আনন্দিত। আমি বিশ্বাস করি একদিন দামপুর মাদ্রাসার ছাত্র ছাত্রীরা সুশিক্ষিত হয়ে আমাদের সুনামবৃদ্ধি করবে এবং দেশের সেবায় নিয়োজিত হয়ে জাতিকে সামনে এগিয়ে নেবে। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি মহিম চন্দ্র দাস. সহ-সভাপতি আ্ব্দুস সাত্তার, সাধারন সম্পাদক আল আমীন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কমকর্তা স্বপন চক্রবর্ত্তী, শাহীদ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, মাও. আবুল কাশেম, যুবলীগকর্মী লাল আমিন তালুকদার প্রমুখ। পরে ড. জয়া সেনগুপ্তা হাওরের মাঝে অবস্থিত কাদিরপুর গ্রাম পরিদর্শন শেষে বিকাল ৪ টায় শাল্লা হাসপাতালের নতুন  ৫০ শয্যা বিশিষ্ট ভবন নির্মানের স্থান নির্ধারন করেন ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn