বার্তা ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের মেসেজ ফরওয়ার্ডিং সেবা সীমিতকরণের সিদ্ধান্ত নিয়েছে। ভুয়া তথ্য রোধেই সীমিত করা হয়েছে মেসেঞ্জারে মেসেজ ফরওয়ার্ডিং সুবিধা। এখন থেকে যে কোনো মেসেজ একবারে সর্বোচ্চ পাঁচজনকে বা গ্রুপে শেয়ার করা যাবে। ফেসবুক জানিয়েছে, মেসেজ ফরওয়ার্ডিং সীমিত করার মাধ্যমে ভুল তথ্য এবং ক্ষতিকর কনটেন্ট ভাইরাল হওয়া রোধ হবে। এক ব্লগ পোস্টে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। গত এপ্রিলে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপে একই ধরনের ফরওয়ার্ডিং লিমিট নির্ধারণ করে দেয়া হয়। এতে বিভিন্ন মেসেজ দ্রুত ফরওয়ার্ডিংয়ের পরিমাণ কমেছে। এর মাধ্যমে বিশ্বব্যাপী ৭০ শতাংশ মেসেজ ফরওয়ার্ডিং কমেছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn