যশোরের বেনাপোলে যশোর জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়। সোমবার বিকালে পোর্ট থানার কাগজপুকুর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা থানার নবগ্রামের কুদ্দুছের ছেলে রুহুল আমিন (৩০), ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও একই থানার আনছার আলীর ছেলে তরিকুল ইসলাম (২৫) এবং  বেনাপোল পৌর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও বেনাপোল পোর্ট থানার অগ্রভুলোট গ্রামের মহিউদ্দিনের ছেলে আবুল কাশেম (২৮)। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বেনাপোল বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে শিবিরের উচ্চ পর্যায়ের নেতাদের একটি গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় অনেক নেতা পালিয়ে গেলেও রুহুল আমিন, তরিকুল ইসলাম ও আবুল কাশেমকে আটক করা হয়।
তিনি জানান, তাদের দেহ তল্লাশি করে তিনটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ১৫টি বোমা ও চাঁদা আদায়ের ৪৫টি রশিদ বই উদ্ধার করা হয়। ওসি জানান, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নাশকতা আইনে মামলা হয়েছে। আটককৃতদের সন্ধ্যায় যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn