তামিম ইকবাল:: ভবিষ্যতে রাজনীতিতে আসার একটুও আগ্রহ নেই বলে জানিয়ে দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্যান গ্রুপে’ খেলোয়াড়দের নিয়ে কাদা ছোঁড়াছুড়িকে আপত্তিকর বলে উল্লেখ করেন তিনি। ডয়চে ভেলের ইউটিউব টক শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’-এ যোগ দিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন তারকা ক্রিকেটার৷ মাশরাফী বিন মোর্ত্তজা অবসর নেয়ার পর গত মার্চে উত্তরসূরি হিসেবে তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়ক নির্বাচিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারপর থেকে আর মাঠে নামার সুযোগ হয়নি বাংলাদেশের। অধিনায়ক হলেও জীবনযাত্রা বা সতীর্থদের সঙ্গে সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি বলে জানান তামিম৷ বলেন, অধিনায়ক হবেন এমন ইচ্ছা তার কখনোই ছিল না। তবে নতুন দায়িত্বে নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করবেন বলে জানান ২২ গজে বাংলাদেশের নির্ভরযোগ্য ওপেনার।
শ্রীলঙ্কায় বাংলাদেশের সফর বাতিল হয়ে যাওয়ায় তামিমের নতুন ইনিংশ শুরুর অপেক্ষা আরো দীর্ঘায়িত হয়েছে৷ তবে এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করেন তিনি। আগামী বছর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই এখন চোখ তার। এজন্য ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের বিভিন্ন দলে ভাগ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলানোর কথা চিন্তা করছে। ‘‘সেগুলো সফলভাবে করতে পারলে আমরা সব ফর্ম্যাটে প্রস্তুত থাকবো,” বলেন আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ সেঞ্চুরির মালিক তামিম। ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ বা খেলোয়াড় বাছাই নিয়ে সবার মন্তব্যকে কিভাবে দেখেন- এমন প্রশ্ন ছিল ২০৭ টি ওয়ানডে খেলা ওপেনারের কাছে৷ তামিম বিষয়টিকে দেখেন স্বাভাবিকভাবেই। তার মতে, সবকিছুতে মতামত দেয়াটা বাংলাদেশের মানুষের আবেগেরই অংশ৷ তবে তার আপত্তি খেলোয়াড়দের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফ্যান পেইজগুলোতে কাদা ছোঁড়াছুড়ি নিয়ে। তিনি বলেন, ‘‘আমার যেটা নিয়ে আপত্তি তা হলো গ্রুপ-ইজম৷ সোশ্যাল মিডিয়াগুলোতে তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান, মুশফিকিয়ান, রিয়াদিয়ান- এই গ্রুপগুলো নিজেদের গ্রুপকে ভালো দেখানোর জন্য আরেকজনকে আক্রমণ করে, যেটা ভালো না৷ গ্রুপ থাকা ভালো কথা৷ আপনারা ইনডিভিজুয়েলের ফ্যান। একটা জিনিস ভুলে যাবেন না, সবাই একটা দলের জন্য খেলে। আমার গ্রুপের মানুষজন যদি আমার কলিগকে ছোট করে তাহলে সেটা ফেয়ার হলো না। গ্রুপইজম নিয়ে আমার সমস্যা আছে৷ মানুষের মতামত নিয়ে কোনো সমস্যা নেই।’’

ভবিষ্যতে রাজনীতি নিয়ে তার ভাবনা নিয়েও প্রশ্ন ছিল তামিমের কাছে৷ তবে পূর্বসূরি মাশরাফীর মতো রাজনীতিবিদ হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি৷ বলেন রাজনীতির মধ্যে তিনি কোনোভাবেই থাকতে চান না। ‘‘রাজনীতি নিয়ে আমার কোনো এক ফোঁটা ইচ্ছাও নেই৷ আমি মনে করি দ্যাট ইজ নট মাই কাপ অফ টি,’’ সরাসরিই বলেছেন তামিম। প্রায় এক ঘণ্টার এই আলোচনায় খেলোয়াড়দের নিজেদের মধ্যে সম্পর্ক, বিভিন্ন খেলোয়াড়ের মূল্যায়নসহ উঠে এসেছে ব্যক্তি তামিমের অনেক না জানা কথাও। সূত্র: ডয়েচে ভেলে।-পূর্বপশ্চিমবিডি

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn