রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো শরণার্থীর সঙ্গে বাংলাদেশি কেউ বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘যেসব রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে তাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। কারণ এক্ষেত্রে নারী ও শিশু পাচারের শঙ্কা তৈরি হবে।’সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।মন্ত্রী জানান, রোহিঙ্গাদের পুনর্বাসনে ব্যাপক পদক্ষেপ নিয়েছে সরকার। তাদেরকে এক জায়গায় রাখা হচ্ছে। তারা যেন ছড়িয়ে ছিটিয়ে না পড়তে পারে সেদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণকেও সতর্ক হওয়ার পরামর্শ দেন তথ্যমন্ত্রী।ইনু বলেন, নির্ধারিত জায়গার বাইরে কোথাও রোহিঙ্গা দেখা গেলে আইনশৃঙ্খরা বাহিনীকে খবর দিতে হবে বা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে হবে। সরকারের নির্ধারিত আশ্রয়স্থল ছাড়া শরণার্থীদের অন্যত্র গমন আইনবিরুদ্ধ বলেও জানান তথ্যমন্ত্রী।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn