মামলার শুনানীতে বলা হয়, গত ৩০ এপ্রিল রোববার তামিম উদ্দিন ইলফোর্ড থেকে অক্সফোর্ড সার্কাস রুটে ২৫ নম্বর বাস চালাচ্ছিলেন। অক্সফোর্ড সার্কাসে যাত্রা শেষ করে তামিম হেয়ারউড প্লেসে বাসটি পার্ক করে। এখান থেকেই সকল ২৫ নম্বর বাস ফিরতি যাত্রা শুরু করে থাকে। বাসে বসেই তামিম বাসের কাছে দাঁড়িয়ে থাকা ২৫ বছর বয়স্ক এক ফ্রেঞ্চ যুবতির যাত্রাপথ দেখিয়ে দেওয়ার ছলনায় ইশারায় কাছে ডেকে আনেন। মহিলা বাসের ভেতরে আসার পর বাসের দরজা বন্ধ করে দেন তিনি। এরপর বাসের উপরের তলায় পেছনের জানালার কাছে একটি এলার্ম ঠিক করার জন্য মহিলার সাহায্য চান তিনি। জানালার কাছে নিয়ে তামিম মহিলাকে যৌন নির্যাতন করেন। ঠিক তখন মহিলা চিতকার দিয়ে দৌড়ে পালিয়ে যেতে চাইলে তামিম তাকে এক কোনায় আটকে রেখে নিজের শরীর প্রদর্শন করে এবং নিজে নিজেই যৌন উত্তেজক অঙ্গভঙ্গি করতে থাকে। প্রায় চার মিনিট পর তামিম বাসের ইমার্জেন্সি বাটনে চাপ দিয়ে দরজা খুলে দিলে যুবতী বের হয়ে যায়। এই ঘটনার পরেই তামিম স্বাভাবিকভাবে আবার তার বাস চালনার কাজ শুরু করে। রোডস এন্ড ট্রান্সপোর্ট পুলিসিং কমান্ডের ডিটেক্টিভ কন্সটেবল টেরেসা মুর বলেন- তামিমের শাস্তি স্পষ্ট বার্তা দেয় যে, এ ধরনের কাজ কখনও বরদাশত করা হবে না এবং কঠোর হাতে তা মোকাবেলা করা হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn