সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন বলেছেন,‘বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। ফসলহারা কৃষকদের প্রতিমাসে ভিজিএফের ৫’শ টাকা ও ৩০ কেজি চাল আগামী বোর ফসল ওঠার আগ পর্যন্ত দিয়ে যাবে। এই সরকারের আমলেই সারা দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। সারা দেশে রাস্তা ঘাট, স্কুল কলেজ সহ ব্যাপক উন্নয়ন হচ্ছে। জঙ্গিবাদ ও  নাশকতাকে কঠোর হাতে দমন করা হচ্ছে।’  বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের লোহাচুরা গ্রামে পল্লী বিদ্যুৎতের সংযোগের উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল জহুরের সভাপতিত্বে উপজেলা যুবলীগ আহবায়ক জিয়া উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  তাহিরপুরের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম,সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার নিতীশ সাহা, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন, ইকবাল হোসেন তালুকদার, হাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী আব্দুছ ছোবাহান আখঞ্জি, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল জলিল তালুকদার, উপজেলা আওয়মীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, সামায়ুন কবীর, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, দলীয় নেতা অনুপম রায়, রঞ্জু মুখাজি, মিলন তালুকদার প্রমূখ। এর আগে সম্প্রতি তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা গ্রামে কালি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ও আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn