শহরের কাজীর পয়েন্টে বিজিবি-পুলিশ হাতাহাতি
আটককৃত ভারতীয় মালামাল নিয়ে বিজিবি-পুলিশের মধ্যে হাতাহাতি হয়েছে। বিকাল সাড়ে ৫ টায় শহরের কাজীর পয়েন্টে এই ঘটনা ঘটে। এসময় পুরো কাজীর পয়েন্ট এলাকায় শত শত মানুষ ভিড় করেন। অবশ্য দুই বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি তাৎক্ষণিক শান্ত হয়। প্রত্যক্ষদর্শী বিজিবি’র অটোরিক্সা চালক বড়পাড়ার মো. ইউসুফ জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় চাঁদনীঘাট থেকে সাদা পোশাকে বিজিবি’র ৩ জন সদস্য ৪ বস্তা ভারতীয় মালামাল নিয়ে বিজিবি’র নবীনগর ক্যাম্পের দিকে রওয়ানা দেন। কাজীর পয়েন্টে পৌঁছালে সুনামগঞ্জ সদর থানার এএসআই আব্দুল হকসহ ৩ জন পুলিশ সদস্য সাদা পোশাকের বিজিবি সদস্যদের অটোরিক্সা আটক করেন। এসময় প্রথমে কথা কাটাকাটি, পরে দুই পক্ষে হাতাহাতি শুরু হয়। বিষয়টি পুলিশ ও বিজিবি’র আরো সদস্যরা জানতে পারলে দুই পক্ষের অনেকেই গিয়ে সেখানে জড়ো হওয়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে বিজিবি ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। বিজিবি’র ২৮ রাইফেল ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাছির উদ্দিন বলেন,‘কে জব্দ তালিকা করবে, না করবে এই নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা দ্রুত সেখানে কর্মকর্তাদের পাঠানোয় ভুল বুঝাবুঝির অবসান হয়। আটককৃত মালামাল কাস্টমসে পাঠানো হয়েছে।’