শামীম চৌধুরীর দাফন সম্পন
bartaadmin
নভেম্বর ৪, ২০১৭
শামীম চৌধুরীর দাফন সম্পন২০১৭-১১-০৫T০৩:১৯:৫৬+০০:০০
শিরোনাম, সর্বশেষ, স্থানীয সংবাদ
বেপরোয়া মোটর সাইকেল চালকের ধাক্কায় নিহত শহরের হাসননগরের বাসিন্দা শামীম আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। বাদযোহর কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে তেঘরিয়া গাজীর দরগাহ্ গুরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য দেওয়াম শামছুল আবেদীন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সাবেক অতিরিক্ত সচিব মুক্তাদীর চৌধুরী, লেখক ও আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শায়েখ আহমদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাডভোকেট জহুর আলী প্রমুখ। গত বুধবার শহরের হাসনগরের বাসভবনের গেইটে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতিতে চালানো মোটর সাইকেল চালক শামীম চৌধুরীকে ধাক্কা দেয়। এসময় তাঁর পা এবং পিছনের হাড় ভেঙে যায়। আহত শামীম চৌধুরীকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সিলেটের উপশহরের একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়। শুক্রবার বিকালে ঐ ক্লিনিকেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
উল্লেখ্য, শামীম আহমদ চৌধুরী হাসননগরের বাসিন্দা প্রয়াত আইনজীবী রফিকুল বারী চৌধুরীর ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরীর বড় ভাই।
সংবাদ টি পড়া হয়েছে :
২২৭ বার