চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচের আগে বাংলাদেশের সামনে বারবার ফিরে আসছে ২০০৫ সালের ১৮ জুন। ন্যাটওয়েস্ট সিরিজে সেদিন টাইগারের হুঙ্কার শুনতে পায় অস্ট্রেলিয়া। ওয়েলসের রাজধানী কার্ডিফে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল। ২৫০ রানের লক্ষ্য সামনে নিয়ে তিনি খেলেন ১০১ বলে ১০০ রানের ইনিংস। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভেন্যু কার্ডিফের সেই সোফিয়া গার্ডেন। বাংলাদেশের প্রেরণার মাঠ। সেই মাঠে নামার আগে বাংলাদেশ দলকে পরামর্শ নিলেন এক যুগ আগে টাইগারদের জয়ের নায়ক মোহাম্মদ আশরাফুল। এই ম্যাচ জিতলে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার বড় সম্ভাবনা তৈরি হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশতে চারজন পেসার নিয়ে খেলার পরামর্শ দিলেন আশরাফুল। তার মতে, দলে কৌশলগত কিছু পরিবর্তন আনা প্রয়োজন। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই এইসব ঠিক করা উচিত বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তিন জনের বদলে আশরাফুল দলে চার পেসার কেন চাইছেন তার পক্ষে যুক্তি আছে। টুর্নামেন্ট এখন পর্যন্ত ৬৩.২ ওভার বল করেছে বাংলাদেশ। উইকেট নিয়েছে মাত্র তিনটি। যার মধ্যে দুইটি পেয়েছেন পেসাররা। অন্য উইকেটটি পেয়েছেন অনিয়মিত স্পিনার সাব্বির রহমান। বিষয়গুলো সামনে রেখে আশরাফুল বলেন, ‘আসলে আগের দুই ম্যাচে আমাদের বোলিং বিশ্বমানের হয়নি। আগের ম্যাচে আমরা ব্যাটিংও ভালো করতে পারিনি। তবে সব মিলিয়ে দলের প্রধান সমস্যা- বোলিং। যা আমাদের অন্য দলগুলোর থেকে পিছিয়ে দিচ্ছে। যদি বোলাররা ভালো করতে না পারে তাহলে তাহলে ম্যাচ জেতা অসম্ভব। বোলারদের তাদের দায়িত্ব কাঁধে নিতে হবে। আমার মনে হয়, তিন পেসারের চেয়ে বাংলাদেশের উচিৎ হবে চার পেসার নিয়ে মাঠে নামা।’ ইংল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের খেলোয়াড়দের জন্য অনেক কঠিন বলে মনে করেন আশরাফুল, ‘সত্যি বলতে, এমন আবহাওয়ায় আমাদের ভালো করা অনেক কঠিন। এমন আবহাওয়ার সাথে আমাদের ক্রিকেটাররা অভ্যস্ত নয়। যদিও তারা সেখানে প্রায় এক মাস থেকে আছে। তবুও সেখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানো অনেক কঠিন।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn