করোনা পরিস্থিতির পর এরইমধ্যে শুটিং শুরু করেছেন আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি নুর ইমরান মিঠুর সিনেমা ‘পাতালঘর’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন সম্প্রতি। এর শুটিং হয়েছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। এদিকে চলতি সপ্তাহ থেকেই ফারিয়া অংশ নেবেন শিহাব শাহীনের চলচ্চিত্র ‘যদি…কিন্তু…তবুও’এর শুটিংয়ে। এখানে তার নায়ক জিয়াউল ফারুক অপূর্ব। এদিকে ক’দিন আগেই ফারিয়ার ‘আমি চাই থাকতে’ শিরোনামের দ্বিতীয় গান ভিডিওসহ প্রকাশ হয়েছে। ‘পটাকা’র পর এ গানটিও বেশ আলোচনায় এসেছে। ভারতের এসভিএফ থেকে প্রকাশ পাওয়া এ গানে তার গায়কী-পারফরমেন্সও বেশ প্রশংসিত হয়েছে।

এদিকে সম্প্রতি ফ্রান্সের পণ্য বয়কটের কথা বলেও বেশ আলোচনায় এসেছেন ফারিয়া। ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অপমানের প্রতিবাদে উত্তাল বিশ্বের মুসলিমরা। তার প্রেক্ষাপটে ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি আরব বাণিজ্য সমিতি। বাংলাদেশেও চলছে এই নিয়ে আন্দোলন-বিক্ষোভ। বিশ্বের অনেক মুসলিম তারকাও ফরাসি পণ্য বর্জন করেছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন নুসরাত ফারিয়াও। তিনি জানান, তিনি ফরাসি ব্র্যান্ডের একটি দামি ঘড়িও ফেলে দিয়েছেন। নুসরাত ফারিয়ার এ স্ট্যাটাসের পর বেশ প্রশংসিত হয়েছেন তিনি। আবার একটি পক্ষের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি। আগের স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর সমালোচনার জবাব দিয়ে নুসরাত ফারিয়া আরো একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, কেন একটি সহজ বিষয়কে এতটা জটিল করে তুলতে হবে? যদি কারো কথা আমার অনুভূতিতে আঘাত করে, তবে কি সেটা জানানোর অধিকার আমার নাই? নাকি অভিনেত্রী বলে আমার কোনো মতামতই থাকতে পারে না? তিনি আরো লিখেছেন, আমার ধর্ম, আমার বিশ্বাস এবং আমার সহ্যসীমার বাইরে চলে যায় এমন কিছু নিয়ে কথা বলার ২০০ ভাগ অধিকার আমার আছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn