অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন- ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে কাজ চলছে। ইতিমধ্যে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের ৮০ ভাগ গ্রামে বিদ্যুতায়ন নিশ্চিত করা হয়েছে। অসমাপ্ত গ্রামগুলোতে আগামী বছরের জুনের মধ্যে বিদ্যুতায়নের কাজ শেষ করা হবে। তিনি বলেন- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় জগন্নাথপুরে রানীগঞ্জ সেতুসহ বড় বড় কর্মকাণ্ড প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব উন্নয়ন ধরে রাখতে হলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ও দলীয় প্রতিক নৌকার প্রতি সবার সমর্থন অব্যাহত রাখতে হবে। তিনি বলেন- পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে একটি মহল দেশে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়। এসব জঙ্গিবাদ নির্মলে বর্তমান সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে এসব বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন মন্ত্রী।
সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শোকদিবসের আলোচনা সভায় যোগ দেন। পরে তিনি ‘সে ফাউন্ডেশন’র আয়োজনে ১১৩ম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি শিক্ষাবৃত্তি বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ‘সে ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক সৈয়দপুর আর্দশ কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ, যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন প্রমুখ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, থানার অফিসার ইনচার্জ হারুন রশিদ চৌধুরী। দুপুরে মন্ত্রী উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও সিরাজ মার্কেটের সামনে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোকদিবসের আলোচনা সভা ও ৪ কোটি টাকা ব্যয়ে ছয়টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ, হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ছোলেইমান মিয়া, নবীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারী, হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক শফিউল আলম হেলাল, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছ মিয়া, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, উপজেলা আওয়ামী লীগ সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, ইউনিয়ন শ্রমিকলীগ নেতা তমিজ মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম মিয়া, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রুমেন আহমদ প্রমুখ পরে মন্ত্রী আরো তিন কোটি টাকা ব্যায়ে পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn