এ নিয়ে তৃতীয়বারের মত এমপি নির্বাচিত হয়েছেন সিলেটের মেয়ে লেবার দলীয় প্রার্থী রোশনারা আলী। স্থানীয় সময় ভোড় ৫টায় রিটার্নিং অফিসার রোশনারাকে বিজয়ী ঘোষণা করে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস ও বো’র ফলাফল ঘোষণা করেন। সিলেটের বিশ্বনাথে ১৯৭৫ সালে জন্ম নেওয়া রুশনারা মাত্র সাত বছর বয়সে বাবা-মার সঙ্গে লন্ডনে পাড়ি জমান। দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে ডিগ্রিধারী রুশনারা পরামর্শক সংস্থা ইয়ং ফাউন্ডেশনের সহযোগী পরিচালক। ব্রিটেনের তরুণ রাজনীতিবিদদের মধ্যে প্রভাবশালী রুশনারা আলী অক্সফোর্ডে লেখাপড়া করেছেন ফিলোসফি, পলিটিক্স ও ইকোনমিক্স (পিপিই) বিষয়ে। লেবার পার্টির ছায়া সরকারে শিক্ষা ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এবারের মধ্যবর্তী নির্বাচনেও কনজারভেটিভ দলীয় নিকটতম প্রার্থীকে ৩৫ হাজার ৩শ’ ৯৩ ভোটের ব্যবধানে পরাজিত করে হ্যাট্রিক বিজয় ছিনিয়ে আনেন রোশনারা। তাঁর প্রাপ্ত ভোট ৪২ হাজার ৯শ’ ৬৯। নিকটতম কনজারভেটিভ দলীয় প্রার্থী এলেকের প্রাপ্ত ভোট ৭ হাজার ৫শ’ ৭৬। তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হওয়ার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn