বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ এবারই প্রথমবারের মতো সিলেটি মালিকানায় অংশগ্রহণ করছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। নামও বদলে গেছে এ ফ্র্যাঞ্চাইজির। বিপিএলের শুরুর দুই আসরে সিলেট রয়্যালস এবং তৃতীয় আসরে সিলেট সুপার স্টারস নামে মাঠে নামলেও এবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেলে সাহেদ মুহিতের মালিকানায় সিলেট সিক্সার্স নামে আত্মপ্রকাশ ঘটেছে এ ফ্র্যাঞ্চাইজির।বিপিএলে অংশগ্রহণের জন্য দল গুছিয়ে নিয়েছে সিলেট সিক্সার্স। শনিবার অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে এ ফ্র্যাঞ্চাইজি। সিলেট সিক্সার্সের হয়ে যেসব দেশীয় ক্রিকেটার খেলবেন: সাব্বির রহমান (আইকন প্লেয়ার), নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন তান্না ও মোহাম্মদ শরীফুল্লাহ। যেসব বিদেশী ক্রিকেটার সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন: দাসুন সানাকা, চাতুরাঙ্গা ডি সিলভা, ওয়ানিডু হাসরাঙ্গা, লিয়াম প্ল্যাঙ্কেট, রস হুইটলি, উসমান খান সিনওয়ারী, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্তোকি, আন্দ্রে ম্যাকার্থী, ডেবি জ্যাকবস, রিচার্ডস আর্নস্ট লেবি ও গোলাম মোদাচ্ছির খাঁন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn