সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জে চার দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায়  সুনামগঞ্জ জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্।  এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন- সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহেদুল হক, সিভিল সার্জন আশুতোষ দাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.গৌতম রায় প্রমূখ। শেষে জেলার ১০০ জন কৃষকদের মধ্যে বীজ বিতরণ করেন। মেলায় কৃষিপণ্য ও কৃষি যন্ত্রপাতিসহ ২০টি প্রদর্শনী স্টল খোলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn