সুনামগঞ্জ  :: সুনামগঞ্জ পৌরশহরের ৫টি রোডের সংস্কার কাজসহ পৌর পুকুর দৃষ্টিনন্দন প্রকল্পে প্রায়  ৫ কোটি টাকা মূল্যের উন্নয়ন কাজের  টেন্ডার হয়েছে। বুধবার পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র নাদের বখতের উপস্থিতিতে ই-টেন্ডারের মাধ্যমে এই টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করেন শতাধিক ঠিকাদারী প্রতিষ্ঠান।  এসময় ৭২ লক্ষ ৫৩ হাজার ৪৭৩ টাকা মূল্যে মোহাম্মদপুর মেইন রোড হতে পুলিশ সুপার রোড এর কাজটি পায় মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ। যার বিপরীতে টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন ৪৯ টি ঠিকাদারী প্রতিষ্ঠান। ৯৫ লক্ষ ৫১ হাজার ৯৮৬ টাকা মূল্যে পৌর পুকুর দৃষ্টি নন্দন প্রকল্পের কাজটি পায় ক্লাসিক এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। যার বিপরীতে টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেন ৫৬ টি ঠিকাদারী প্রতিষ্ঠান। ৮৭  লক্ষ ২৭ হাজার ৯৩৫ টাকা মূল্যে পশ্চিম হাজীপাড়া হতে বড়পাড়া ও পূর্ব নতুন পাড়া রোডের সংস্কার কাজ পায় প্রীতি এন্টারপ্রাইজ। যার বিপরীতে টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহন করে ৫৮টি ঠিকাদারী প্রতিষ্ঠান। ৯০ লক্ষ ৮০ হাজার ২৬৮ টাকা মূল্যে হাসন বসত রোড হতে জামতলা রোডের কাজটি পায় মেসার্স সূচনা ট্রেডিং। এর বিপরীতি টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন ৫৪টি ঠিকাদারী প্রতিষ্ঠান।
৬৯ লক্ষ ৮৫ হাজার ৭৪ টাকা মূল্যে মল্লিকপুর গোদারঘাট হতে আচার্য্য পল্লী পর্যন্ত রোডের কাজটি পায় বসু নির্মাণ সংস্থা। এই টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন ৫৫ টি ঠিকাদারী প্রতিষ্ঠান। এছাড়াও ৭৪ লক্ষ ৮৫ হাজার ১৪৩ টাকা মূল্যে ষোলঘর গনির পয়েন্ট হতে রাসেলে বাড়ি পর্যন্ত রোড ও পুরাতন বাসস্ট্যান্ড ড্রেন(পানসী রেস্টুরেন্ট) হতে জামতলা পর্যন্ত উন্নয়ন কাজটি পায় মেসার্স শীতেষ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এই টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন ৪৪টি ঠিকাদারী প্রতিষ্ঠান।  ৬টি প্রকল্পের টেন্ডারের ব্যাপারে পৌর মেয়র নাদের বখত বলেন, পৌর শহরের দুয়েকটি রাস্তা সংস্কার কাজ না হওয়ায় নাগরিকদের ভোগান্তি পোহাতে হয়েছে। যার কারনে পৌরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। আশা করিছি এই উন্নয়ন কাজের মাধ্যমে ভোগান্তি লাঘব হবে। আগামী ১৫ দিনে মধ্যে প্রতিটি কাজ শুরু করার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে। 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn