সুনামগঞ্জ ::শাসন প্রশাসনসহ সকল ক্ষেত্রে মুখ বা দল না দেখে আইনের শাসন, সু-শাসন প্রতিষ্ঠা কর সু-শাসনের রাজনৈতিক চুক্তি নিশ্চিত করারসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ জেলা জাসদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনতায়নে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সহ-সভাপতি একেএম ওয়াহিদুল ইসলাম।  জাসদ নেতা অ্যাড রুহুল তুহিনের পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য্য ও জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন। সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, লোকমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মির্জা মো. আনোয়ারুল হক, জেলা জাসদের সাধারণ সম্পাদক এনামুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, দিরাই জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।  সভায় বক্তারা বলেন, দেশের বর্তমানে যে দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান চলছে তার মাধ্যমে বুঝা যাচ্ছে দেশের সম্পদের বড় অংশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের কাছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানকে নষ্ট করছে। এই অভিযান অব্যাহত থাকা প্রয়োজন। সাধারণ মানুষকে জিম্মি করে কোনো কাজ এই বাংলাদশে হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে চেয়েছিলেন কিন্তু নেতারা যদি পকেট ভারি করেন তাহলে সোনার বাংলা কখনোই হবে না।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn