সুরঞ্জিতের ওপর গ্রেনেড হামলা মামলায় হাজিরা দিলেন মেয়র আরিফ
দিরাইয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জ আদালতে হাজিরা দিয়েছেন। সোমবার দুপুরে জেলা ও দায়েরা জজ আদালতে তারা হাজিরা দেন।আদালতসূত্রে জানাগেছে বলেন, সুরঞ্জিত সেন গুপ্তকে হত্যা প্রচেষ্টা মামলায় সিআইডি প্রতিবেদনে আসামিদের সম্পৃক্ত থাকার প্রতিবেদন এসেছে। বর্তমানে এই মামলায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ দু’জনই আসামি। তারা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন। মামলার পরবর্তী কার্যদিবস আগামী ১০ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।
গত ২০০৪ সালে ২১ জুন দুপুরে দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। এ সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। সমাবেশে গ্রেনেড হামলায় এক যুবলীগকর্মী নিহত হয় ও ২৯ জন আহত হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমা সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে গ্রেনেড হামলা মামলার আসামি করে ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন। আবেদনে বসু দত্ত চাকমা গ্রেনেড হামলার ঘটনায় তাদের সম্পৃক্ত থাকার অভিযোগ করেছিলেন। বর্তমানে মামলাটি সুনামগঞ্জ জেলা আদালতে বিচারাধীন রয়েছে।
ওই মামলাটিকে আরিফুল হক চৌধুরী ও জিকে গৌছ দু’জনই জামিনে রয়েছেন। আদালতে হাজিরা দিয়ে ফিরে আসার পর মেয়র আরিফুল হক বলেন, ‘সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হওয়ায় আমাকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি দিরাই শাল্লায় কখনও আসিনি। ১২ বছর আগের মামলায় আমাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে। আশা করি, আদালতে ন্যায় বিচার পাবো।’