সৌদি আরবের পদচ্যুত যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে গৃহবন্দি করে রাখা হয়েছে। সম্প্রতি দেশটির রাজার উত্তরাধিকার পদে রদবদল করার পরই তাকে গৃহবন্দি করা হয়। সৌদির সঙ্গে ঘনিষ্ঠ নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এবং বর্তমান চার মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। খবর বলা হয়, সৌদি বন্দর নগরী জেদ্দায় নিজ প্রাসাদে আটক রাখা হয়েছে নায়েফকে এবং তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাজা সালমানের ছেলে নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সম্ভাব্য তৎপরতা থেকে বিরত রাখার জন্য সৌদির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলো তাকে গৃহবন্দি করে রেখেছে। এদিকে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পদস্থ কর্মকর্তা ফোনে এ খবরকে ভুয়া এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন। অবশ্য, এটি যাচাই করার জন্য তাৎক্ষণিকভাবে সৌদি তথ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ছাড়া, সাবেক যুবরাজকে কতদিন আটক রাখা হবে সে বিষয়েও কিছুই জানা যায়নি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn