দিরাই  সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন এলাকার ভূমি ও গৃহহীন ৪০ পরিবারের ঠাঁই হচ্ছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মাণ করা বাড়ি ‘স্বপ্ননীড়ে’। আগামীকাল শনিবার (২৩ জানুয়ারী) দিরাইসহ সারাদেশে একসাথে ১ম পর্যায়ের সম্পন্নকৃত ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্র জানায়- মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমি ও গৃহহীন অসহায় পরিবার বসবাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন পাকা ঘর। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের দিরাই উপজেলায় ৭৪৬ টি পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই। প্রধানমন্ত্রীর উপহারের নিজস্ব ঠিকানা স্বপ্নের নীড় পাচ্ছে তারা। ইতোমধ্যে ৪০টি ঘর প্রস্তুত করে উপকারভোগীদের সমঝিয়ে দেয়া হয়েছে। আগামী শনিবার ৪০টি ঘরের চাবি তুলে দেওয়া হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন বলেন, মুজিববর্ষের উপহার হিসেবে সরকার যারা ভূমিহীন ও গৃহহীন তাদের জমি বন্দোবস্তসহ নতুন ঘর করে দেয়ার উদ্যোগ নিয়েছে।এই ক্যাটাগরির অর্ন্তভুক্ত দিরাই উপজেলার ৭৪৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি বন্দোবস্তসহ ঘর করে দেওয়া হচ্ছে। শনিবার মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে উদ্বোধনের দিনে আমরা ৪০ পরিবারকে জমি বন্দোবস্তের কাগজসহ ঘর হস্তান্তর করবো। বাকিদের পর্যায়ক্রমে জমি বন্দোবস্তসহ ঘর করে দেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn