হাসপাতালের ৬৩জন কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ ১৩দিন ধরে
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছেন ১৩দিন ধরে। জুন মাসের বেতন ও সামনে ঈদের বোনাচ পাওয়া নিয়ে হতাশায় ভোগছে ৬৩জন কর্মকর্তা-কর্মচারীগন। কবে পাবেন তাও কেউ সঠিক ভাবে বলতে পারছেন না পারছেন না সংশ্লিষ্ট উধর্বতন কর্মকর্তারা। সরকারী অন্যান্য বিভিন্ন দপ্তরের সবাই বেতন পেলেও উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের ৬৩জন কর্মকর্তা-কর্মচারীর বেতন আজ ১৩দিন (১৩জুন) ধরে আঠকে। জানাযায়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও বদলী হবার পর এখনোও নতুন কোন কর্মকর্তা যোগদান না করায় প্রশাসনিক জটিলতায় কারনে আটকে আছে সকল কার্যক্রম। বেতন ও সামনে ঈদুল ফিতরে নিজের ও সন্তানদের নতুন কাপড়,বাজার বাকী সহ বিভিন্ন কাজকর্ম ধমকে রয়েছে সবার। কবে নতুন কর্মকর্তা যোগদান করবেন আর কবে বেতনের সাথে ঈদুল ফিতরের বোনাচ পাবেন এনিয়ে দু-টানায় রয়েছে কর্মরত সবাই। সম্প্রতি মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হোসেন কে ভারপ্রাপ্ত টিএইচও দায়িত্ব নিলেও পূনাঙ্গ ভাবে দায়িত্ব বুজিয়ে দেওয়া হয় নি। যার জন্য তিনি স্বাক্ষর করলেও বেতন উত্তোলন করা যাচ্ছে না। বেতন উত্তোলন করতে হলে ঢাকা প্রধান কার্য্যালয় থেকে অনুমোদন করে আনতে হবে। এ বিষয়ে জানতে সুনামগঞ্জ সিভিল সার্জন ডাঃ আশুতুষ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এই বিয়ষটি খুব দ্রুত সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে। আমি ঢাকায় যোগাযোগ করেছি এছাড়াও আমি নিজেই মঙ্গলবার ঢাকা যাব অর্ডাও হলে নিজেই সাথে করে নিয়ে আসব।