বিএসটিআইর মানের পরীক্ষায় অনুত্তীর্ণ বিভিন্ন কোম্পানির ৫২টি খাদ্যপণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  একইসাথে এসব পণ্যের উৎপাদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। বিএসটিআইর প্রতিবেদন শিল্প মন্ত্রণালয় প্রকাশের পর একটি রিট আবেদনের প্রেক্ষিতে আজ রবিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই নির্দেশ দেয়। বাজারে থাকা ১৮টি কোম্পানির এই ৫২টি পণ্য দ্রুত অপসারণ করে ধ্বংস করা এবং মানের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত এগুলোর উৎপাদন বন্ধ করতেও নির্দেশ দেয়া হয়েছে হাইকোর্ট থেকে। পণ্যগুলো বাজার থেকে অপসারণ করে ধ্বংস করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সময় বেঁধে দেয়া হয়েছে ১০ দিন।  যে ৫২টি পণ্য বিক্রি বন্ধ ও ধ্বংসের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট, সেগুলো হলো- সরিষার তেল: সিটি অয়েল মিলের তীর, গ্রিন ব্লিসিং ভেজিটেবল অয়েল কোম্পানির জিবি, বাংলাদেশ এডিবল অয়েলের রূপচাঁদা, শবনম ভেজিটেবল অয়েলের পুষ্টি ব্র্যান্ডগুলো। মসলার মধ্যে রয়েছে ড্যানিশ, ফ্রেশ, বাঘাবাড়ি স্পেশাল, প্রাণসান ব্র্যান্ডের গুঁড়া হলুদ; এসিআই ফুডের পিওর ব্র্যান্ডের গুঁড়া ধনিয়া। লবণ: এসিআই, মোল্লবো সল্ট, মধুমতি, দাদা সুপার, তিন তীর, মদিনা, স্টারশিপ, তাজ ও নূর স্পেশাল ব্র্যান্ডগুলো। নুডলসের মধ্যে আছে নিউজিল্যান্ড ডেইরির ডুডলি নুডলস। কাশেম ফুড প্রোডাক্টের ‘সান’ ব্র্যান্ডের চিপসও এই তালিকায় রয়েছে। লাচ্ছা সেমাইয়ের মধ্যে আছে মিষ্টিমেলা, মধুবন, মিঠাই, ওয়েলফুড, বাঘাবাড়ি স্পেশাল, প্রাণ, জেদ্দা, কিরণ ও অমৃত ব্র্যান্ডগুলো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn