ছাতক::  ছাতকে র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৬টি ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।  র‌্যাব জানায়, গতকাল মঙ্গলবার (১  সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের ছাতকে ৩ ঘণ্টাব্যাপী অভিযান চালায়  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সুনামগঞ্জ ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের যৌথ টিম।  এসময় মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ রাখা এবং বিক্রির দায়ে ৬টি ফার্মেসিকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।  এর মধ্যে জিয়া মেডিসিনকে ৩ হাজার, মাদার মেডিসিনকে ৩ হাজার, হক ফার্মেসিকে ২ হাজার, শাহেদ ফার্মেসিকে ৪ হাজার, রফিক ফার্মেসিকে ৫ হাজার এবং নুসরাত ফার্মেসিকে ১০ টাকা জরিমানা করা হয়।  

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn