এই ডিজিটাল-যুগে এসে আমাদের প্রায় সাবক্ষণিক সঙ্গী হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। নিজেদের হাসি-কান্না, রাগ-ক্ষোভ, উল্লাস-আক্ষেপ প্রকাশের জায়গাই হয়ে গেছে এই মাধ্যম। এর মধ্যে জনপ্রিয়তায় বেশ খানিকটা এগিয়ে আছে ফেসবুক। এবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখালেখি বা শেয়ার নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। তারা চাইলে আপনার কনটেন্টে অ্যাকসেস রেস্ট্রিক্ট এমনকি ডিলিটও করে দিতে পারে। আগামী ১ অক্টোবর থেকে ব্যবহারকারীদের জন্য এমনই কঠিন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গতকাল ১ সেপ্টেম্বর, মঙ্গলবার নিজেদের টার্মস ও সার্ভিসে পরিবর্তনের ঘোষণা দিয়েছে তারা। বর্ণবাদী, অশালীন ও উস্কানিমূলক কনটেন্টের বিষয়ে প্রতিষ্ঠানটি আরো কঠোর হতে যাচ্ছে বলে জানিয়েছে। এক নোটিফিকেশনে ফেসবুক জানায়, তারা চাইলে ব্যবহারকারীর কনটেন্ট ডিলিট বা অ্যাক্সেস রেস্ট্রিক্ট করে দিতে পারে। যেসব কনটেন্টের কারণে আইনি জটিলতার ঝুঁকি থাকবে সেই কনটেন্টের বিষয়ে এমন পদক্ষেপ নিতে পারে বলেও জানায় তারা। এর আগে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, ব্যবহারকারীদেরকে নিরাপদ রাখতে, ক্ষতিকর রাজনৈতিক কনটেন্ট বা সাইবার হামলা প্রতিরোধ করতে প্রতিদিনই ফেসবুককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn