বার্তা ডেস্ক:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলটির যেসব এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তা প্রমাণ হলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। ‘অভিযোগ প্রমাণ হওয়া এবং দণ্ড হওয়ার পর তাদের দল থেকে বহিষ্কার করা হবে,’ বলেন তিনি। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) যেসব এমপির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নেবে কিনা এমন প্রশ্নের জবাব দেন কাদের। তিনি বলেন, ‘অভিযোগ প্রমাণ না হলে আপনি কীভাবে ব্যবস্থা নেবেন? সব অভিযোগ সত্য না-ও হতে পারে।’ এমপিদের বিরুদ্ধে পাওয়া অভিযোগে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি না ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সরকারের সৎ সাহস প্রমাণ হচ্ছে। সরকার অপরাধীদের শাস্তি দিচ্ছে সেটি বড় বিষয়। আমি মনে করি সরকার ও দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’ বিসিবির পরিচালক লোকমানের বিষয়ে অভিযোগ আসলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি, এ বিষয়ে তিনি বলেন, ‘লোকমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। কোনো অপরাধীকে বিসিবির দায়িত্বে রাখা উচিত নয়।’ ‘আমি বিসিবি সভাপতির সাথে এ বিষয়ে কথা বলবো এবং তাকে জিজ্ঞাসা করবো লোকমানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে,’ যোগ করেন কাদের। পেঁয়াজের দাম বিষয়ে তিনি বলেন, ‘পেঁয়াজের দাম শিগগিরই কমে যাবে। আমাদের দেশে কোনো কিছুর দাম বাড়লে তখন ভীতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। আশা করি শিগগিরই সমাধান হবে। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন দাম শিগগিরই কমে যাবে।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn