বার্তা ডেক্সঃঃইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এবারের আসরের জন্য হওয়া নিলামে অবিক্রিত ছিলেন মোস্তাফিজুর রহমান। ১ কোটি রুপির ভিত্তি মূল্যে গত বছরের ডিসেম্বরে হওয়া নিলামে এই বাঁহাতি পেসারকে দলে নেয়ার আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চইজি। অবশ্য গত মার্চে রাজস্থান রয়্যালসের কাছ থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন। করোনা মহামারির কারণে সে সুযোগ কাজে লাগাতে পারেননি। কলকাতা নাইট রাইডার্স ও দুই মৌসুম খেলা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকেও ১৯শে সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হওয়া আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন। আইপিএল চলাকালীর সময়ে জাতীয় দলের শ্রীলঙ্কা সফর থাকায় মোস্তাফিজকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লাসিথ মালিঙ্গার বদলি হিসেবে মোস্তাািফজকে চেয়েছিল মুম্বাই। বিসিবির ছাড়পত্র না পাওয়ায় মোস্তাফিজের জায়গায় আইপিএলের রেকর্ড চারবারের শিরোপাজয়ীরা নিয়েছে জেমস প্যাটিনসনকে। কলকাতা নাইট রাইডার্স ইংলিশ পেসার হ্যারি গার্নির বিকল্প এখনো খুঁজে পায়নি। দুইবারের চ্যাম্পিয়নদের পছন্দের তালিকায় সবার আগে ছিল মোস্তাফিজের নাম। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে রওনা দেবে ২৭শে সেপ্টেম্বর। স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট ২৩শে অক্টোবর। আইপিএলের ফাইনাল ১০ই নভেম্বর। আর বাংলাদেশ দল দেশে ফিরবে ১৩ই নভেম্বর।  ২০১৬ সালে প্রথমবার আইপিএল খেলতে গিয়ে স্বপ্নের মতো কাটে মোস্তাফিজের। ১৭ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দারাবাদকে শিরোপা জেতাতে রাখেন বড় অবদান। জিতে নেন উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। পরের মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাত্র এক ম্যাচ খেলে ছিলেন উইকেটশূন্য। ২০১৮ সালে মুম্বাইয়ের হয়েই ৭ ম্যাচে নেন ৭ উইকেট।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn