ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুলনা করে নিজের দেওয়া বক্তব্যের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তার নিজের ফেসবুক পেজে একটি ভিডিওতে দুঃখ প্রকাশ করেন। স্বীকারোক্তিমূলক এই ভিডিওর সত্যতা নিশ্চিত করেছেন মিনু। তিনি বলেন, সিনিয়র নেতা হিসেবে আমার মুখ দিয়ে এধরনের মক্তব্য করা ঠিক হয়নি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা ও বেগম জিয়াকে কারাগারে আটকে রাখার প্রতিবাদে শনিবার (১২ অক্টোবর) রাজশাহী মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেই সমাবেশে মিনু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে তুলনা করে কটুক্তিমূলক বক্তব্য রাখেন। এ নিয়ে রাজশাহীতে বুধবার বিক্ষোভ করেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপরই দুঃখ প্রকাশ করলেন মিনু।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn